বাতাসি, তোমার নখ থেকে উৎসারিত কণকচাঁপা
একদিন হয়ে উঠতে পারো স্বর্ণ-উদ্যান
তোমার জিভ থেকে ঝিলিক ঝিলিক করে পড়ে
শতাব্দীর মহাসাগর
একদিন তাতে মূল্যবান কমল ফুটবে।
এখন আমরা সঙ্কটকালে
আমাদের দুয়ারে এখন বালা-মছিবত অহরহ বিরাজমান
তোমার সারা শরীরে
জ্বলে উঠুক বিক্ষোভের আগুন
তুমি হয়ে ওঠো বিদ্রোহী
বিদ্রোহের আগুনে সব পাপ
ছারখার করে দাও
ছাই করে দাও বিষ দাঁতগুলি।