রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের পাশে ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান।
তিনি বলেন, ‘সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।’
রাত নয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার আশরাফ হোসাইন বলেন, ‘এখনও আগুন নিয়ন্ত্রণের খবর আমাদের কাছে নেই। আগুন নিয়ন্ত্রণে সদর দপ্তর থেকে সাতটি এবং পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটিসহ মোট দশটি ইউনিটকে কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।’
আগুনের খবরে ওই এলাকায় ভিড় করেছে উৎসুক মানুষ। আগুনের খবর পেয়ে পুলিশ র্যাব ও আনসার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
খুলনা গেজেট/কেডি