মহান জাতীয় সংসদে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের গণমুখী বাজেট পেশ হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল’কে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ঘোষিত বাজেটে বাস্তবভিত্তিক দিক নির্দেশনা থাকার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া কর্মহীন মানুষের জীবন জীবিকার পথ সুগম করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসহ ইত্যাদি খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা দারিদ্র বিমোচনসহ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলতে সহায়ক হবে। সর্বোপরি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠাসহ দেশের কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা গেজেট/ এস আই