যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন হয়েছে। মানব ববন্ধনে আগামী পৌর নির্বাচনে তাকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া পৌর এলাকার আওয়ামী লীগ সমর্থিত জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেয়র কামরুজ্জামান বাচ্চুর অনিয়ম দুর্নীতির চিত্র হ্যান্ডবিলের মাধ্যমে বিতরণ করা হয়।
বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সদ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নিয়ে ভোট করেছেন মেয়র বাচ্চু। আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য তিনি প্রতিনিয়ত ঢাকাসহ বিভিন্ন প্রান্তে তদবির চালাচ্ছেন। এ কারণে তাকে নৌকার মনোনয়ন না দেবার দাবি করা হয়।
নেতৃবৃন্দ বলেন অভিযোগ করে বলেন, পৌরসভায় চাকরি দেয়ার নামে মেয়র বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় সাড়ে ২১ লাখ টাকা নিয়ে প্রতারণা করেছেন। তিনি পৌরসভার ৩০-৩৫ হাজার টাকার স্ট্রিট লাইট কিনেছেন ১ লাখ ২০ হাজার টাকায়। এছাড়া করোনাকালীন দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ না করে নিজের হোফাজতে রেখে তা নষ্ট করেছেন।
মানববন্ধনের বক্তারা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান, আগামী পৌর নির্বাচনে যেন কামরুজ্জামান বাচ্চুকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়া হয়। একই সাথে তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটনসহ নেতাকর্মীরা।
খুলনা গেজেট/কেএম