যশোরের বাঘারপাড়া পৌর শহরে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সাতটি মামলা হয়েছে।
সোমবার( ২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চৌরাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
যশোর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাঘারপাড়া পৌর শহরে অভিযান পরিচালিত হয়।
এসময় শহরে চলাচলরত মোটরসাইকেলের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সটোকেন সংক্রান্ত ত্রুটি থাকায় ৭৮টি মোটরসাইকেল জব্দ ও ৭টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযান শেষে দুপুরে জব্দকৃত মোটরসাইকেল বাঘারপাড়া থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। গাড়ির প্রকৃত মালিকরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র পুলিশকে দেখিয়ে নিজ জিম্মায় নিতে পারবেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর ট্রাফিক বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম। তাকে সহযোগিতা করেন বাঘারপাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা।
খুলনা গেজেট/ এস আই