খুলনা, বাংলাদেশ | ১৯ পৌষ, ১৪৩১ | ৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে নিম্নচাপের সম্ভাবনা : আবহওয়া অফিস
  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের জয়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ সভাপতি পদে ইসরাত জাহান ( ডিবিসি নিউজ), সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ), সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম শামসুর রহমান (আরটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ), এবং নির্বাহী সদস্যের ৬টি পদে আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল, পূর্বাঞ্চল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি,নয়াদিগন্ত), ফকির হাসান আলী (আমাদের অর্থনীতি), এস এস সোহান (আজকের পত্রিকা,সময়ের খবর), আল আমিন খান সুমন (আজকালের খবর) নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছে।

এর আগে তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!