বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাত দেড়টায় শহরের খারদ্বার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ থানার গেল ২৮ মার্চ দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আছাদুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ এবং একাধিক মামলা তদন্ত ও আদালতে বিচারাধীন রয়েছে।
সুজন মোল্লাকে গ্রেপ্তারর নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
খুলনা গেজেট/ এসজেড