খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

বাগেরহাট আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের বদলী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম এ সানিকে মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলী করা হয়েছে। একই সাথে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে বাগেরহাটে পদায়ন করা হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শিহাব উদ্দিন খান এই বদলী আদেশ প্রদান করেন।

আলোচিত এই উপসহকারী পরিচালক এসএমএ সানির বিরুদ্ধে দূর্নীতি অনিয়মসহ বিভিন্ন অভিযোগে খুলনা গেজেটসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়েছিল। তখন বাগেরহাট জেলা প্রশাসক পাসপোর্ট অফিসে এক গণশুনানির আয়োজন করেছিল। জেলা প্রশাসক হয়রানি বন্ধের আশ্বাস দিয়েছিলেন সেবা গ্রহিতাদের। তারপরেও গ্রাহকদের হয়রানি থামেনি সরকারি এই অফিসে।

এছাড়া এক প্রবাসীকে হয়রানির অভিযোগে আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে বাগেরহাট আদালতে এককোটি টাকার মানহানীর মামলা চলমান রয়েছে।

এদিকে পার্সপোর্টের এই কর্মকর্তার বদলী আদেশে সন্তোষ প্রকাশ করেছেন বাগেরহাটের সচেতন মহল।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!