খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

বাগেরহাটে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে টুঙ্গিপাড়া একাডেমী চ্যাম্পিয়ন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক জাতীয় পরিষদ ও সংসদ সদস্য মরহুম এমএ খায়ের স্মৃতি ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলার কাহালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় টুঙ্গিপাড়া ভলিবল একাডেমী চ্যাম্পিয়ন এবং মোল্লারকুল ক্লাব রানার্সআপ হয়েছে।

কাহালপুরস্থ ডা. মনসুর স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় মোল্লারকুল দলের খেলোয়াড় হরশিদ বিশ্বাস ম্যন অব  দ্যা ম্যাচ এবং টুঙ্গিপাড়া দলের রাজু ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। চ্যাম্পিয়ন টিমকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ টিমকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

খেলা শেষে রাত ৯টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল আলম সানা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব আমিনুল ইসলাম পলাশ, চুনখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানজীল হোসেন মুন্সি, ডা. মনসুর স্মৃতি সংসদের সভাপতি মো মনিরুজজামান মিয়া, সাধারন সম্পাদক ইকবল হোসেন লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়, অংশগ্রহনকারী দলের মাঝে পুরুস্কার বিতরণ শেষে ডা. মনসুর স্মৃতি সংসদের পক্ষ থেকে স্থানীয় কৃতি খেলোয়ার ও স্ব-স্ব ক্ষেত্রে বিখ্যাত মানুষদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

সারাদিনই দর্শনার্থীদের উচ্ছাস ছিল চোখে পরার মত। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মানার জন্য আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে দশ সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়।

দর্শনার্থীরা বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘদিন ঘরবন্ধী ছিলাম। আজকের এই আয়োজন আমাদের খুব আনন্দ দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের উপজেলায় এত বড় আয়োজন হয়নি। আগামীতেও এ ধরণের আয়োজন করার দাবি জানান দর্শনার্থীরা।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!