বাগেরহাটে রেশনিং ব্যবস্থা, চিকিৎসা ভাতা চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা। বুধবার (০৮ জুন) দুপুরে বাগেরেহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী পরিষদের জেলা শাখার আহবায়ক নকীব সিরাজুল হক, হুমায়ুন কবির, তোয়াজ্জেল হোসেন, মো. দেলদার হোসেন, শহিদুল ইসলাম, ণীর্ম্মল কান্তি সোম প্রমুখ। মানববন্ধনে বর্তমান পেস্কেলের আগে অবসরে যাওয়া শতাধিক সরকারী কর্মচারীবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, আমরা সরকারি কর্মচারী, কিন্তু বর্তমান পেনশনভোগীদের সাথে আমাদের আর্থিক সুবিধার পার্থ্যক্য অনেক। আমরা সমতা চাই। অতিদ্রুত আমাদের মাসিক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। তা নাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন মানববন্ধনকারীরা।
অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবিগুলো হচ্ছে, বর্তমান পেনশনভোগীদের সাথে পূর্বের পেনশনভোগীদের পেস্কেল সমতাকরন, ৬৫ বছরের উর্ধে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের চিকিৎসা ভাতা নূনতম ৫ হাজার টাকা প্রদান, রেশনিং ব্যবস্থা চালু করা, মাসিক ভিত্তিতে বাড়ী ভাড়া চালুসহ সরকারী কর্মচারীদের পূর্ণাঙ্গ অবসর নীতিমালা প্রনয়ন।
খুলনা গেজেট/ টি আই