বাগেরহাট জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন করোনা সনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ২ জনের। সনাক্তের হার ৩৯ শতাংশ।
এদিকে জেলার মোংলা পোর্ট পৌরসভায় চলমান করোনাপরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ ভোর ৬ টা থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত অধিক কঠোরতর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। গতকাল জেলা করোনা মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, জেলার মোংলায় ৪০ জন, ফকিরহাট ৫ জন, মোড়েলগঞ্জে ৫ জন, সদর উপজেলায় ৮ জন, শরণখোলায় ২ জন ও মোল্লাহাট উপজেলায় ১ জন করোনা সনাক্ত হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমাউন কবীর বলেন, এ পর্যন্ত জেলায় ৯ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে এক হাজার ৯৯৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন, বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম