বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৯৬ মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ২৭৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার(০৮ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৭ জন, মোল্লাহাটে ২০, ফকিরহাটে ২৯, মোড়েলগঞ্জে ৮, মোংলায় ৫, চিতলমারী ১৪, কচুয়ায় ৫ এবং শরণখোলায় ৭ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।শতকরা হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৪৫ শতাংশ।এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি না মানলেও করোনা সংক্রমন প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
খুলনা গেজেট/ টি আই