খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

বাগেরহাটে স্বাস্থ্য বিভাগের ২৭ কর্মী করোনা আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

বৈশ্বিক মহামারি করোনার হানা বাগেরহাট স্বাস্থ্য বিভাগের উপরও পড়েছে।বুধবার (১৫ জুলাই) পর্যন্ত চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের ২৭ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই শারীরিক অবস্থা ভাল।দু-একজন বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন কোভিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এত পরিমাণ কর্মী আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ‘করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে।১৫ এপ্রিল বাগেরহাটে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে আমরা আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়। তারপরও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সংক্রমণের ঝুঁকি নিয়েই সবসময় জনগণকে সেবা প্রদান করেছে। সেই ধারাবাহিকতায় বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের কিছু কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্সসহ ২৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগেরই শারীরিক অবস্থা ভাল আছে।’এত পরিমাণ কর্মী আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বুধবার পর্যন্ত বাগেরহাটে মোট ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২‘শ জন রোগী সুস্থ্ হয়েছেন। ৬ জন রোগী মারা গেছেন।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!