খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

বাগেরহাটে স্বাস্থবিধি না মানায় ৭ জনকে কারাদন্ড, ১০১ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে লকডাউনের ৭ম দিনেও জেলা সদরসহ ৯টি উপজেলায় সেনাবহিনী, নৌবাহিনীসহ আইন-শৃংঙ্খলা বাহীনির সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় ১০টি ভ্রাম্যমাণ আদালত লকডাউনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপশি করোনা স্বাস্থ্য বিধি না মানায় ১০১ জনকে ৬১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে।

এদিকে লকডাউনের মধ্যে বুধবার সড়কে যন্ত্রচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক চলাচল বেড়েছে। বাগেরহাটে লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।

বাগেরহাটের হাট-বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যা অনেক কম। তবে সড়কগুলোতে জরুরি পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী এবং পণ্যবাহী ট্রাক চলাচলের পাশাপশি যন্ত্রচালিত রিক্সা- ভ্যান, ইজিবাইক চলাচল বেড়েছে। সব ধরনের যাত্রীবাহী বাস, দোকানপাট, নৌযান, সরকারী-বেসরকারী সব অফিস বন্ধ রয়েছে। শুধু কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ জরুরি সেবা চালু রয়েছে।

লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!