ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাটের শ্রীরামকৃষ্ণ আশ্রমে সরস্বতি পূজার আয়োজন করা হয়। আশ্রমে অধ্যায়নরত শিক্ষার্থী ও ভক্তরা পূজা শেষে অঞ্জলি দেন।
বিদ্যার দেবির কাছে মহামারি করোনা ভাইরাসের রোগ থেকে মুক্তি এবং দ্রুত যেন স্কুল কলেজ খুলে যায় সেই প্রার্থনা করেন ভক্তরা। বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বাড়িবাড়ি সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও ভক্তরা বলেন, সরস্বতি বিদ্যা ও বুদ্ধির দেবি। তিনি আমাদের যে বিদ্যা দেন তাই দিয়ে আমরা ভালমন্দ শিক্ষা গ্রহণ করি। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। এই পূজার পর যেন সব স্বাভাবিক হয়ে যায়। এ বছর বিদ্যার দেবির কাছে মহামারি করোনা ভাইরাসের রোগ থেকে মুক্তি এবং দ্রুত যেন স্কুল কলেজ খুলে যায় সেই প্রার্থনা করেছি।
খুলনা গেজেট/এনএম