অপপ্রচার, হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে স্ত্রী আসমা আক্তার নুপুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বামী মোঃ শাহদাত হোসেন করিম ও তার শ্বশুর-শ্বাশুরি। দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাহদাত হোসেন করিম। এ সময় শাহদাতের বোন রেশমা আক্তার, ভাই শহিদুল ইসলাম, নুপুরের বাবা মোঃ হারুণ হাওলাদার, মা মোসাঃ লাইলি বেগম, বোন সুখী আক্তার উপস্থিত ছিলেন।
মোঃ শাহদাত হোসেন করিম বলেন, ২০২০ সালের ৭ জুন বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার মোঃ হারুণ হাওলাদারের মেয়ে আসমা আক্তার নুপুর (২৭) এর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক আমার বিয়ে হয়। স্ত্রীর ঢাকার পত্রিকায় চাকুরীর সুবাদে সে ঢাকাতে থাকত। বিয়ের মাত্র দেড়মাস পর আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়। নুপুর বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে ওই বছরের ১২ অক্টোবর আমার বৃদ্ধ মা ও আমাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এমনকি বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে সামাজিক ভাবে হেয় করছে বলে অভিযোগ করে শাহাদাত করিম।
নুপুরের মা ও বাবা বলেন, জামাইর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জামাই ও ছোট মেয়ে সম্পর্কে আজে বাজে কথা বলছে। আমরা একটি সমাধান চাই।
খুলনা গেজেট/এনএম