বাগেরহাট : বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় এমপি। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই মতবিনিময় সভা করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, মোঃ কামরুজ্জামানসহ বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে এই জেলায়। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়া বাগেরহাট পৌরসভার উন্নয়নে মাস্টার প্লান করে কাজ করা হবে। সেই সাথে সুপেয় পানি, রাস্তাঘাট নির্মান, খাল খনন ও নতুন নতুন প্রতিষ্ঠান নির্মানসহ সব ধরণের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে বৃহৎ পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান এই প্রার্থী।
এছাড়া সভায় উপস্থিত, সংবাদকর্মীরা বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন, সুবিধা, অসুবিধা, নাগরিকদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। সংসদ সদস্য শেখ তন্ময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন আশ্বাস দেওয়ার পাশাপাশি বাস্তব চিত্র তুলে ধরেন।
খুলনা গেজট/কেডি