নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
রবিবার (১৩মার্চ) দুপুরে শহরের জেলা বিএনপি অফিসের সামনে পূর্ব নির্ধারিত স্থানে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ শুরুর ঠিক আগ মূহুর্তে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। পরে তাৎক্ষনিক সিদ্ধান্তে বাগেরহাট জেলা যুবদল কাটাখালি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
এতে প্রধান অতিথি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, সরকার উন্মাদ হয়ে গেছে গণতান্ত্রিক দেশে মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছে, প্রতিটা সেক্টরে আজ দুর্নীতিবাজরা বসে আছে, এদেরকে হটাতে তারেক রহমানের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনার দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই