বাগেরহাটে ৭ মার্চে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার আয়োজনে রবিবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন প্রমুখ। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আলচনা সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আমাদের দেশ দিয়েছেন, দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। ৭ মার্চ বঙ্গবন্ধুর যে ভাষণ তা নিয়ে এখন গবেষনা চলছে বিশ্বজুড়ে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
খুলনা গেজেট/ টি আই