বাগেরহাটে ঘের থেকে মাছ চুরির ঘটনা দেখে ফেলায় পাহারাদার আব্দুর রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। পুলিশ এ ঘটনায় আব্দুল্লাহকে নামে এক ব্যক্তিকে আটক করেছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে , সোমবার রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া পাহারা জন্য আব্দুর রাজ্জাক ঘেরে আসে। মাছ চুরির সময় চোরকে দেখে ফেলে সে। পরবর্তীতে তাকে শ্বাসরোধ হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। কুচিবগা খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
বাগেরহাট থান পুলিশ জানায়, এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় পুলিশ আব্দুল্লাহ হাওলাদারকে আটক করেছে। জিজ্ঞসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে সে।
এ ঘটনায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মহামুদ হাসান সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি জানান, আব্দুল্লাহ জাল দিয়ে মাছ চুরির সময় রাজ্জাকের হাতে ধরা পড়ে। তাকে ধরে ঘের মালিকের কাছে নিয়ে আসতে চাইলে সে রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে খালে ভাসিয়ে দেয়। আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড