র্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন পুটিখালী এলাকার অনুমোদনহীন ও ভেজাল জুস উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১২মার্চ) শহীদ মার্কেট এর ২য় এবং ৩য় তলায় ‘টাটা ফুড এন্ড কনজুমার’ নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস উৎপাদন এবং বিক্রয় করে আসছিল ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান অভিযান চালান। এ সময় মোঃ আলী আকবর শেখ (৩৮)কে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত তিন হাজার)কেজি জুস তৈরীর বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জুস তৈরীর বিষাক্ত কেমিক্যাল এবং বিপুল পরিমান ভেজাল জুস ধ্বংস করা হয়।
খুলনা গেজেট/কেডি