খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে পাইপগানসহ ১ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক চক্র গ্রেফতার, সমাজে হত্যা ও ধর্ষণকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও ভালবাসা অর্জন করে আসছে।

গত ১৬/০৮/২০২১ তারিখ আনুমানিক রাত ২২.০৫ ঘটিকায় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায় জনৈক মোঃ জিন্নাত আলী শেখ এর বসত-বাড়ির পাশে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল হতে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ বাপ্পী ফকির(২৩), পিতা-মোঃ মুজিব রহমান ফকির, মাতা-মোছাঃ শাহিনুর বেগম, সাং-জয়পুর থ্রী পাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বাঘমারা, ২৪ নং ওয়ার্ড, থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা’কে গ্রেফতার করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দখল হতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায়  Arms Act এর ধারায় 19-A  অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!