‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক শওকত আলী বাবু, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন মুগ্ধতা ছড়ায় দিনরাত সারক্ষন। স্বতন্ত্র বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এটি। রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ কোটি প্রাণের আঁধার এই বনের সৌন্দর্য্য দেখতে প্রতিবছর লক্ষাধিক দর্শনার্থী আসেন। শতশত বছর ধরে ঝড়-জলচ্ছাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ থেকে দক্ষিনাঞ্চলকে আগলে রাখা এই বন ধ্বংস হচ্ছে নানা কারণে। বনকে রক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়া ও কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০০১ সাল থেকে প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন করে থাকেন বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন।
খুলনা গেজেট/এএজে