বাগেরহাটে দূর্বৃত্তের দেওয়া বিষে রানা শেখ নামের এক মৎস্য চাষীর দুই লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদর উপজেলার খলসী গ্রামে ৯ বিঘা জমির ঘেরে বিষ প্রয়োগে রানার এই ক্ষতি হয়। এঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী রানা শেখ।
রানা শেখ বলেন, “শুক্রবার (১২ নভেম্বর) সকালে প্রতিদিনের মত ঘেরে মাছের খাদ্য দিতে এসে দেখি ঘেরের উপর চিল উড়াউড়ি করছে। পরে পানিতে নেমে দেখি প্রচুর পরিমাণে মাছ মরে ভেসে উঠেছে। পরে বুঝতে পারি রাতের কোন একসময় ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বড় মাছ ধরে নিয়ে গেছে। এখন ছোট মাছগুলো মরে ভেসে উঠতেছে।
রানা আরও বলেন, এবছর ২ লক্ষ টাকার মাছ ছেড়ে ছিলাম, সাথে খাবারও দিয়েছে লক্ষাধিক টাকার। বিষ দিয়ে সব শেষ করে দিল আমার। ঋণ করে টাকা দিয়ে মাছ ছাড়া ও খাবারের দোকানের বাকি কিভাবে পরিশোধ করব।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মাছের ঘেরে বিষয় প্রয়োগের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/এএ