বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর রাত থেকেই জেলার বেশিরভাগ এলাকায় মুষল ধারে বৃষ্টি হচ্ছে। বাগেরহাট শহরসহ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে। দেখা মেলেনি সুর্যের। হঠাৎ বৃষ্টিতে অফিসগামী ও নিম্ন আয়ের সাধারণ মানুষ পড়েছে বিড়ম্বনায়।
এদিকে শরণখোলা উপজেলার সদরের রায়েন্দা বাজার সংলগ্ন এলাকার কয়েক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক পরিবারে রান্নাবান্নার কাজও বন্ধ রয়েছে।
বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে এ ধরণের বৃষ্টিপাত আরও দুই একদিন থাকবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মাদ আলী।
খুলনা গেজেট/এনএম