খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

বাগেরহাটে দুই দিনে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের প্রথম দুই দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১৩৫ জনকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

এর মধ্যে শুক্রবার ৪৮ টি মামলায় ৫২ জনকে ৩৬ হাজার ৩শ’ টাকা এবং শনিবার ৮২ টি মামলায় ৮৩ জনকে ৭০ হাজার ৭শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সব ধরণের বিধি-নিষেধ মানার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। যারা বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে আসছে এবং স্বাস্থ্য বিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। এ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!