খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বাগেরহাটে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মোঃ সিফাত হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শরণখোলা উপজেলার পাঁচরাস্তা-রসুলপুর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে সিফাত বাংলাবাজার যাওয়ার পথে অগ্রদূত ক্লাবের সামনে পৌছালে পিছন দিক দিয়ে একটি ট্রলিতে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে সিফাত ও তার সাইকেলে থাকা সিফাতের এক সহপাঠি গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলি চালক মো. হাসান খান (২০) কে আটক করেছে শরণখোলা থানা পুলিশ নিহত সিফাত শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সোহাগ চকিদারের ছেলে। সে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আটক মোঃ হাসান খান রাজাপুর এলাকার নজরুল খানের ছেলে।আহতের নাম জানাতে পারেনি পুলিশ।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ট্রলি চালককে আটক করেছি।নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!