খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

বাগেরহাটে টিসিবি পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে জেলা খাদ্যগুদাম থেকে ডিলারদের মাঝে প্যাকেট করা পণ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রমের উদ্বোধন  করেন তিনি।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে। আগে লাইনে দাড়িয়ে, টিসিবির পণ্য পেতে হত। নানা ধরণের বিড়ম্বনাও ছিল। কিন্তু এখন আমাদেরকে কার্ড প্রদান করা হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পণ্য দিলেন। কার্ডে প্রথম দিনের পণ্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পণ্য পাব, তাও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

টিসিবির ডিলার রাসেল বলেন, আগে আমাদের পণ্য প্যাকেট করতে হত, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হত, অনেক সময় অতিরিক্ত লোক আসতেন। তাদের সামাল দিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট এই কারণে কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা পণ্য বিক্রি করতে পারছি। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রথম দিনে জেলায় ৬ হাজার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাবে। প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও  চিনি পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৬০ টাকা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!