বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের সরুই দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
এ ছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাবেক জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদীউজ্জামান হিরো, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম স্বপন, মহিলা দল নেত্রী নার্গিস আক্তার ইভা, যুবদল নেতা জসিম সরদার, ওমর আলী মুন্না,মহিদুল ইসলাম, ছাত্রদল নেতা নেয়ামুল কবির রাহুল প্রমুখ।
পরে দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুবক্কর।
খুলনা গেজেট/ এস আই