বাগেরহাটে আহরণ নিষিদ্ধ বাগদা চিংড়ির চারলক্ষ পোনা জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জুলাই) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়াস্থ তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে থেকে র্যাব-৬ এর সদস্যরা একটি ট্রাকসহ পোনাগুলো জব্দ করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে পোনার মালিক ব্যবসায়ী টিপু মল্লিককে পাঁচ হাজার টাকা জরিমানা ও পোনা গুলোকে দড়াটানা নদীতে অবমুক্ত করা হয়।
কক্সবাজারে বিভিন্ন নদী থেকে আহরিত পোনাগুলো একটি ট্রাকে চল্লিশটি ড্রামে করে বাগেরহাটে আনা হয়েছিল। পোনাগুলোর আনুমানিক মূল্য চার লক্ষ টাকা।
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, নদী, খাল অথবা উন্মুক্ত স্থান থেকে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন-১৯৫০ এর পাঁচধারা অনুযায়ী আমরা এই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি। জব্দ করা পোনা গুলোকে দড়াটানা নদীতে অবমুক্ত করেছি।
খুলনা গেজেট/এমএইচবি