খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

বাগেরহাটে চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ইন্টার্ণশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাসের মধ্যে ছাত্র হোস্টেলের সামনে জড় হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই” “রক্ত লাগলে রক্ত নিন-তবু দাবি মেনে নিন”-সহ নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

ম্যাটস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন করছি।

মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে, কারও কোন ক্ষতি হবে না। কিন্তু আমাদের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শিমু খাতুন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটু কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ম্যাটসকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই শিক্ষার্থী।

মেঘলা সাহা বলেন, সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি ম্যাটস শিক্ষার্থীদের পদ খালি রয়েছে। কিন্তু প্রায় এক যুগ ধরে ম্যাটস শিক্ষার্থীদের কোন নিয়োগ নাই। আমাদের অনেকের বয়সও শেষ হয়ে গেছে। অনতিবিলম্বে ম্যাটস-এর শিক্ষার্থীদের নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

ইমাম হোসাইন রাব্বি নামের আরেক শিক্ষার্থী বলেন, এসএসসি পাশ করে আমরা ম্যাটস-এ ভর্তি হই। চার বছর পড়াশুনা শেষে আমাদের শিক্ষা জীবন শেষ। এটা আমাদের প্রতি অনেক বড় অন্যায়। ম্যাটস শেষ করার পরে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষার্থী।

শুধু বাগেরহাট নয়, দেশের সরকারি ১৩টি ম্যাটস-এ একই ভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

পরে দুপুর ১২টায় এসব দাবি পূরণের লক্ষে বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস)-এর অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের নিয়োগের জন্য কোন বিজ্ঞপ্তি নাই। অনেক পদ খালি রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোর বেশিরভাগ যৌক্তিক। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান তিনি।

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ প্রদান। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!