বাগেরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ঘুষ ও সুপারিশ ছাড়া দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের ৩১ জনের চাকুরি হয়েছে। কোন প্রকার ঝুট ঝামেলা ও আর্থিক লেনদেন ছাড়াই চাকুরি পেয়ে খুশি হয়েছেন নিয়োগপ্রাপ্তরা।
এছাড়া এই নিয়োগে সরকার ও পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এদের মধ্যে ২৫ জন ছেলে ও ৬ মেয়ে রয়েছে।
নিয়োগপ্রাক্তদের অভিভাবকরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সন্তানদের চাকুরী হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এদিকে নিয়োগপ্রাপ্তরা জানান, খুব কষ্টে খেয়ে না খেয়ে পড়াশুনা করেছে তারা। এর মধ্যেই পুলিশে চাকুরী হওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া জানান। সৎ পুলিশ সদস্য হিসেবে মানুষের সেবা করে জীবন কাটাতে চান তারা।
বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ‘শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনষ্টেবলের চাকুরী দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে পুলিশ বিভাগ সচ্ছতার সাথে কাজ করছে।’
যোগ্যতার ভিত্তিতে দরিদ্র ও অসহায় পরিবারের ছেলে মেয়েরা পুলিশে চাকুরী হওয়ায় ও সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সচেতন মহল।
খুলনা গেজেট/ এস আই