বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলদার নিহতের ঘটনায় ছুরিকাঘাতকারী বাক প্রতিবন্ধী দোকানি রুবেল সমাদ্দার (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার চায়না মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের অদূরে রাস্তার পাশে পুতে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুড়ি ও টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় এখনও মামলা দায়ের করেনি নিহতের পরিবার।গ্রেফতাররুবেল সমাদ্দার একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ছুড়িকাঘাতে নিহতের ঘটনার পর থেকে ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার চায়না মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের অদূরে রাস্তার পাশে পুতে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুড়ি ও টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে বাকপ্রতিবন্ধী দোকানি রুবেল সমাদ্দারের ছুরিকাঘাতে একই এলাকার কিশোর টুটুল হাওলাদার নিহত হন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
খুলনা গেজেট/ বিএমএস