খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটিতে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

বাগেরহাটে কাজে ফিরেছেন ৯থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে কাজে ফিরেছে পুলিশের সকল ইউনিট। সোমবা (১২ আগস্ট) সকাল থেকে জেলার ৯থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন। পুলিশের দায়িত্ব পালনের খবরে থানায় আসতে শুরু করেছেন সেবা প্রত্যাশীরা।

এছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সাথে সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।

পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মো. রাসেলুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষ ও রাতে হাসিমুখে পুলিশকে বরণ করে নিয়েছেন।

আলমগীর হোসেন নামের এক ব্যক্তি বলেন, পুলিশের বড় স্যাররা আমাদের কাছে আসছেন। খুবই ভাল বয়বহার করছেন। আমরাও তাদেরকে স্বাদুবাদ জানিয়েছি। আশাকরি পুলিশের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সকাল থেকে থানার কার্য্যক্রম স্বাভাবিকভাবে চলছে৷ বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। জেলার নয়টি থানা, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্বে ফিরে গেছেন। নাগরিকদের ভীতি সংশয় কাটিয়ে পূর্বের যেকোনো অপরাধসহ সব ধরনের পুলিশ সেবা নেয়ার আহ্বান জানান তিনি। পুলিশকে সহযোগিতার কামনা করেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!