বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হিসেবে এই হার ৫০ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন, কচুয়ায় ১ জন, ফকিরহাটে ৫ জন, মোংলায় ১ জন এবং শরণখোলা উপজেলায় ৭ জন রয়েছেন।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় বাগেরহাটে ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ শতাংশ। জানুয়ারি মাসের মধ্যে গত ২৪ ঘন্টার এই হার সর্বোচ্চ বলে জানান তিনি।
তিনি আরো বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই অবস্থায় জনগনকে টিকা নিতে এবং আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।
খুলনা গেজেট/এনএম