করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে বাগেরহাটে। ২৪ ঘন্টায় ১৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.৭২ শতাংশ। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়াল দুই হাজার ৪৭৬জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৬৫০ জন। মারা গেছেন ৬৩ জন। শুক্রবার (১৮ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এতথ্য জানান।
এদিকে বিভিন্ন উপজেলায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ফকিরহাটে। ফকিরহাট উপজেলায় গেল ২৪ ঘন্টায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে এই উপজেলায় করোনা সংক্রমণের হার ৬৫ শতাংশ। অন্যান্য উপজেলায় সংক্রমনের হার গতানুগতিক রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সংক্রমনের হার কমাতে আমরা আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য জোর চেষ্টা চালাচ্ছি।
খুলনা গেজেট/এমএম