বাগেরহাট ৫০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন করোনা রেগীর
মৃত্যু হয়। এই নিয়ে জেলায় ৯৮ জনের মৃত্যু হল। বাগেরহাটে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায়
৪১০ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় সংক্রমণের হার এখন ৩২ দশমিক ৯২ শতাংশ।
জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৫৮ জন, ফকিরহাটে ২২ জন, মোল্লাহাটে ৩৩ জন, মোরেলগঞ্জে ৪ জন, শরণখোলায় ৫ জন, মোংলায় ৭ জন ও কচুয়া উপজেলায় ৬ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘন্টায় বাগেরহাটে কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়। এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৪১০টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের পজেটিভ এসেছে। সংক্রমণের হার ৩২ দশমিক ৯২ শতাংশ। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪০৯ জন।
খুলনা গেজেট/ টি আই