বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৬৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘন্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। যে দুজন মারা গেছেন, তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান সিভিল সার্জন।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৪ জনে, তাদের মধ্যে ৬৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৭০০ জন।
সিভিল সার্জন জানান, গত মাসে নতুন করে সংক্রমণ বৃদ্ধির পর জেলায় দৈনিক শনাক্তের হার ৭৩ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন তা ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।