বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১‘শ ৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ জন। সংক্রমণের হার ৩৯ শতাংশ। এই নিয়ে জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ২‘শ ৬২ জন। মারা গেছেন ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬‘শ ১৫জন।বিভিন্ন সরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১‘শ ৬৯ জন। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এই হিসেবে গেল দুই দিন বাগেরহাটে করোনা সংক্রমণের হার কমেছে। নমুনা পরীক্ষার হিসেবে ১৩ জুন বাগেরহাটে ১১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের পরিমান ছিল ৫৫ জন, শনাক্তের হার ছিল ৫০ শতাংশ।
১৪ জুন ৩২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১‘শ ২জন। শতকরা হিসেবে শনাক্তের হার ছিল ৩১ শতাংশ। এর আগে কয়েকদিন ধরে প্রতিদিনই শনাক্তের হার ৪০ শতাংশের উপরে ছিল।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ‘গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ১‘শ ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থ্যাৎ বাগেরহাটে শনাক্তের হার অপেক্ষাকৃত কমেছে। আমরা বিভিন্ন ভাবে পরীক্ষার পরিমান বৃদ্ধি করছি। যাতে নিরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুকিপূর্ণ উপজেলা মোংলা ও মোরেলগঞ্জের উপর আমাদের বিশেষ খেয়াল রয়েছে। মোংলায় এক সপ্তাহের কঠোর বিধি নিষেধ চলছে। যার ফলে মোংলাতেও সংক্রমণের হার কিছুটা কমেছে। আশা করি ধীরে ধীরে সংক্রমণের হার আরও কমবে।’