বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৯২) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের মা ছিলেন।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার স্বাস্থ্যবিধি মেনে জোহরবাদ বাগেরহাট শহরের খারদ্দার এলাকার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
কুলসুম বেগমের মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম বলেন, গত সোমবার কুলসুম বেগমের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড হাপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার পজেটিভ আসে। এই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে গত বৃহষ্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় শনিবার সকাল ছয়টায় তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/ এস আই