খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
  পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত, আহত ৫
  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বাগেরহাটে করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে করোনায় কর্মহীন কিন্ডারগার্টেনের শিক্ষকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ফেসবুক গ্রুপ প্রাণের পক্ষ থেকে বাগেরহাট পৌর শহরের ১১টি কিন্ডারগার্টেনের ৯২ জন শিক্ষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

বাগেরহাট শহরের পুরাতন কোর্টস্থ প্রাণের বাগেরহাট কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম। এসময় প্রাণের বাগেরহাটের চীফ এ্যাডমিন শাওন পারভেজসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাগেরহাট শহরের শতাধিক তুলা শ্রমিক ও ডেকোরেটর শ্রমিকদের মাঝে প্রাণের বাগেরহাটের পক্ষ তেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রাণের বাগেরহাটের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই আমরা মানুষের পাশে ছিলাম। সব সময় চেষ্টা করেছি অসহায়দের সাধ্যমত সহযোগিতা করার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!