গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে বাগেরহাটের ছাত্র-জনতা বিক্ষোভ করেছে । সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে নারী-শিশু আর সাধারণ বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বশক্তি নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, আমরা মুসলমান, আমরা একটি দেহের মতো। একজন মুসলিম কষ্টে থাকলে অন্যদেরও সেটা অনুভব করতে হবে। আজ আমাদের লজ্জা হয়, আমরা এখনও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে পারছি না।
সমাবেশে বক্তারা মুসলমানদের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনে শরিক হবো। ইসরায়েলি অর্থনীতিকে দুর্বল করতে হলে আমাদের বর্জনের আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও গণমানুষের উপস্থিতি ছিল। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশ শেষে বিশ্ব মুসলমানের শান্তিতে বিশেষ মোনাজাত করা হয়।
খুলনা গেজেট/জেএম