খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা

বাগেরহাটে ইমামসহ ৮ জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ ৮জনকে মারধরকারী বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় ডেমা ব্রিজ এলাকায় স্থানীয়বাসিন্দারা জড়ো হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দশানী-রামপাল সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াছিন হাওলাদার, কোষাধ্যক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের ব্যাংক হিসেবে থাকা ৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের জন্য স্থানীয় বিএনপি নেতা আমজাদ শেখের নেতৃত্বে ইমাম, মসজিদের সভাপতি ও কোষাধ্যক্ষকে চাপ প্রয়োগ করা হয়। তারা যখন টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন আমজাদ, হুমায়ুন, রফিক, শিপনসহ ১৫-২০জন ইমাম সাহেবকে মারধর করে। এর প্রতিবাদ করলেও, আরও ৭ জন মুসল্লীকে মারধর করেন হামলাকারীরা। বিষয়টি নিয়ে মামলা হলেও, এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে আটক করেনি। বরং আসামীরা আমাদের হুমকি-ধামকী দিচ্ছেন। অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

জানা যায়, আদর্শগ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গেল ২৫ মার্চ রাতে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, মুসল্লী আমিনুল ইসলাম, জহিরুল, রুবেল, তানজিল, আবু তালেব, বাবু, এবং সালমানকে মারধর করেন আমজাদ ও তার লোকজন। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ও তানজিমকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান খোকন, ‍বিএনপি নেতা আমজাদ শেখসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান বলেন, ইমাম ও মুসল্লীদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে ঘটনার পর থেকেই আসামীরা পালাতক রয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!