খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাইনবোর্ড-বগী মহাসড়কের নলবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই শিশুটি ওই গ্রামের আবু হানিফের মেয়ে ইসরাত জাহান ইভা। শিশুটি স্থানীয় হিফজুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণির ছা্ত্রী।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশু শিক্ষার্থী ইসরাত জাহান ইভা মাদরাসা ছুটির পর মহাসড়কে একপাশ থেকে অপর পাশে দিয়ে বাড়ী যাচ্ছিল। এসময়ে মোরেলগঞ্জগামী দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলে, চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার করে দ্রুত শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!