জেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদারের স্ত্রী মঞ্জু বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘ ২২ মাস ধরে অসুস্থ ছিলেন। ৩১ জুলাই তার দাফন সম্পন্ন হয়েছে । তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান।
২০১৮ সালের ১লা অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ শুকুরকে নির্মমভাবে হত্যা করা হয়।
এসময় আনছার আলী দিহিদারের স্ত্রী মঞ্জু বেগম এবং শ্রমিক নেতা বাবলু শেখকেও বেধরক মারপিট করে সন্ত্রাসীরা। মারপিটে মঞ্জু বেগমের দুই পা ও বুকের হাড় ভেঙ্গে যায়। তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
খুলনা গেজেট / এনআইআর