বাগেরহাটে সোমবার করোনা আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১২০ জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৮ দশমিক ৫৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫২ জন। এসময় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৩৪ জন, মোল্লাহাটে ১৪ জন, রামপালে ১১ জন, মোংলায় ৯ জন, শরণখোলায় ৯ জন, চিতলমারীতে ৮ জন, ফকিরহাটে ৮ জন, মোরেলগঞ্জে ৪ জন ও কচুয়া উপজেলায় ৪ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় বাগেরহাট চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১২০ জন। মঙ্গলবার জেলায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৮ দশমিক ৫৩ শতাংশ।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৫২ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম