খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

বাগেরহাটে আইক্রীম ফ্যাক্টরীতে র‌্যাবের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে নিউ ভিভো সুপার আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে র‌্যাব ৬। এ সময়ে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফকিরহাট উপজেলায় নিউ ভিভো সুপার আইসক্রিম নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন এবং বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্যের উৎপাদন এবং বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ রানা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠান হতে বিভিন্ন ধরণের মোট ৫২০০ কেজি ভেজাল খাদ্য, রং ও কেমিক্যাল মিশ্রিত তরল ৩০ কেজি এবং আইসক্রিম এর গোলাকার কাপ ৩৫০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!