খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

শরণখোলায় মৃত গরুর মাংসসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই করে বিক্রি করার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা স্লুইসগেট এলাকায় এঘটনা ঘটে। এসময় দুই ড্রামে ৩০ কেজি মৃত গরুর গোশসত, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। তবে এঘটনায় জড়িত মাংস বিক্রেতা প্রধান কসাই হালিম পালিয়ে যায়।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট এলাকায় অভিযানে গেলে কসাই ও তার সহযোগিরা মাংস ফেলে পালিয়ে যায়। সেখান থেকে দুই ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। পরে উত্তর কদমতলা গ্রামে কসাই হালিমের বাড়িতে তল্লাশি করে তার স্ত্রী ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। হালিমের দুই ভাই গরুর মাংস বিক্রেতার সাথে জড়িত। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এলাকাবাসী জানায়, রমজান মাসে মৃত গরুর মাংস যারা বিক্রি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। যাতে ভবিষাতে এধরনের কর্মকাণ্ডে কোনো কসাই লিপ্ত না হয়।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!