খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

বাগেরহাটের মোটরসাইকেল, নগদ টাকাসহ ৮জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট

বাগেরহাটে জুয়ার আসর থেকে মোটরসাইকেল, নগদ টাকা, তাসসহ ৮ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে সদর উপজেলার রাখাল গাজী ইউনিয়ন আনিস হাওলাদারের বাড়ির পাশের বাগানে জুয়া খেলার সময় এদের আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪ সেট প্লেয়িং কার্ড (তাস), জুয়ার বোর্ডে থাকা নগদ ১৬ হাজার ৩০ টাকা, ২টি মোটরসাইকেল, ৪ টি বাইসাইকেল, ২টি ভ্যান, ও ৮ টি মুঠোফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, করিম শেখ (২০), রাসেল শেখ (২৩), কালাম হাওলাদার (২৫), নুরুজ্জামান শেখ (৩০), ফরহাদ আলি গাজি (৪১), আরিফুল (৩২), জাহিদ শেখ( ২৮) ও হাবিব শেখ( ৫০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আাদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!