খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাইডেনের বাড়িতে নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

বাইডেন বিশাল ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্ট হতে চলেছেন যুক্তরাষ্ট্রের। বাইডেনকে বিজয়ী ঘোষণার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে মার্কিন মিডিয়া। পেনসিলভ্যানিয়ায় এগিয়ে যাওয়ায় পাল্টে গেছে সকল হিসাব-নিকাশ। বাইডেনের বাড়িতে নিরাপত্তা দিচ্ছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। এয়ার স্পেইসসহ দেলাওয়ারে জো বাইডেনের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো মুহূর্তে বাইডেনকে বেসরকারিভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিতে পারে মার্কিন মিডিয়া ।

এদিকে ইনফোগ্রাফিকে ক্রমশ নীলাভ হয়ে উঠছে নেভাদা ও পেনসিলভ্যানিয়া । অর্থাৎ, এসব রাজ্যে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। প্রথম থেকেই নেভাদাতে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন বাইডেন। তবে শেষ পর্যায়ে এসে এই ব্যবধান বাড়ছে। অপরদিকে গুরুত্বপূর্ন পেনসিলভ্যানিয়াতেও প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন বাইডেন। প্রথম থেকেই এ রাজ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প। ব্যবধানও ছিল অনেক। তবে শেষ দিকে দ্রুতই সমতা চলে আসে।

সর্বশেষ পেনসিলভ্যানিয়াতেও বাইডেনের পেছনে পরেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় সকাল ৯টা নাগাদ পাওয়া প্রতিবেদনে দেখা যায় ট্রাম্পকে ছাড়িয়ে আরো প্রায় ৬ হাজার ভোট পেয়েছেন বাইডেন। বর্তমানে এ রাজ্যে বাইডেনের ভোট ৩২ লাখ ৯৫ হাজার। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ভোট। এখনো ভোট গণনা চলছে। তবে নেভাদার মতো এখানেও ক্রমশ বাইডেনের পক্ষেই ভোট পরার হার বেশি রয়েছে। পেনসিলভ্যানিয়াতে রয়েছে ২০টি ইলেক্টোরাল ভোট। ফলে এ রাজ্যে জয় পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। এর আগে শুক্রবার সকালে জর্জিয়াতেও ট্রাম্পকে ছাড়িয়ে যান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!